Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানা থেকে ১১ লাখ রুপি চুরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

থানা থেকে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রায় ১১ দশমিক ৩৫ লাখ রুপি ও স্বর্ণসহ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনাটি ঘটেছে ভারতের কোটা জেলায়। ৩১ আগস্ট এনিয়ে অভিযোগ জানানো হয়েছে। ওই অবসরপ্রাপ্ত সাব-ইনসপেক্টর রামকরণ নাগর এনিয়ে একটি এফআইআর করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় গুমানপুরা থানায় পোস্টিংয়ে ছিলাম আমি। সেই সময় আমার স্ত্রী করোনায় মারা যায়। এরপর স্বর্ণালঙ্কার আর অর্থ ব্যাংকের লকারে না রেখে আমি আমার অফিসের আলমারিতে রেখেছিলাম। দুটো তালাও দিয়েছিলাম। এরপর কাজের ব্যস্ততায় তা আলমারিতেই থেকে যায়। এরপর ১৬ জুলাই আলমারি খুলে দেখা যায় সেই মূল্যবান সামগ্রী আর নেই। তিনি অভিযোগ করে জানিয়েছেন, থানার স্টাফরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানা থেকে ১১ লাখ রুপি চুরি

৩ সেপ্টেম্বর, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ