Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে মডেল মসজিদ উদ্ভোধন ঘটনায় এমপির প্রতিনিধিসহ ১১ জনের বিরোদ্ধে থানায় মামলা

সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২৩, ৬:৫৭ পিএম

সরিষাবাড়ীতে এমপির নামফলক সরিয়ে প্রধানমন্ত্রীর নামফলক স্থাপন করায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে প্রকল্প প্রকৌশলীর ওপর হামলা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) মধ্যরাতে (মঙ্গলবার দিবাগত-রাত) প্রকৌশলী মাসুদুর রহমান জনি বাদী হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের প্রতিনিধি কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ্য করে ৪০/৫০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতেই পুলিশ মুন্না ও বেলাল নামে ২জনকে গ্রেফতার করে বুধবার সকালে জামালপুর কোর্টে প্রেরণ করেছে৷ এজাহার সুত্রে জানা যায়, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য সবধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় । মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় মুরাদ হাসান এমপির নামফলক ছিলো, উদ্বোধনের আগে সেটি সরিয়ে রাখা হয়। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রধানমন্ত্রীর উদ্বোধনী নামফলক স্থাপন করা হয়। এমপির নামফলক না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে হঠাৎ এমপির সমর্থিত লোকজন অতর্কিত হামলা চালায়। মাসুদুর রহমান জনি সহ প্রকল্পের লোকজনকে বেধড়ক পিটিয়ে রাস্ত পযংন্ত নিয়ে যান। পরে হামলাকারীরা তাদের তিনটি মোবাইল এবং মসজিদের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যান। এ সময় মডেল মসজিদ প্রকল্পের প্রকৌশলী মাসুদুর রহমান জনি (৩২), উপ-ঠিকাদার (সুপারভাইজার) মো. রকিব (৩০), ঠিকাদারের কর্মচারী ওসমান গণি বিপুল (২৮) ও সৌরভ (২৫) গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে মো. রকিব, ওসমান গণি বিপুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ১৭ জানুয়ারি মঙ্গলবার রাতে মডেল মসজিদ প্রকল্পের প্রকৌশলী মাসুদুর রহমান জনি ১১ জনের নাম উল্লেখ্য ও ৪০ /৫০ জনকে আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। আসামীরা হলেন মুরাদ হাসানের প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল মিয়া, দুর্জয়, হারুন, বাবু, মুন্না, আঃ কাদের, বেলাল, ইমরান, সুমন। মামলা নং-৯, তারিখ,১৮-১-২০২৩ ইং,ধারা- ১৪৩/৩৪২/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার বিশৃঙ্খলা হয়েছিল, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । থানায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত ২ জনকে রাতেই গ্রেফতার করা হয়েছে । বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানায় মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ