মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত হোটেলসের ম্যানেজিং ডিরেক্টর জ্যোৎস্না সুরীর আটটি অফিসে তল্লাশি চালাল ভারতের আয়কর দফতর। কর ফাঁকি দেয়ার অভিযোগেই এই তল্লাশি বলে আয়কর দফতর সূত্রে জানা গেছে।
প্রখ্যাত ব্যবসায়ী ললিত সুরীর স্ত্রী জ্যোৎস্না সুরীর মালিকানাধীন দ্য ললিত ব্র্যান্ডের অধীনে ভারত হোটেল গোষ্ঠীর ১২টি বিলাসবহুল হোটেল রয়েছে, এর মধ্যে কলকাতার গ্রেট ইস্টার্ন হোটেল (এখন যার নাম দ্য ললিত গ্রেট ইস্টার্ন) অন্যতম। আয়কর দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, মোট আটটি বাড়ি-অফিসে তল্লাশি করা হয়েছে, এর মধ্যে রয়েছে জ্যোৎস্না সুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত জয়ন্ত নন্দর অফিসও।
২০০৮ সালে ভারত হোটেল গোষ্ঠী তাদের ব্র্যান্ডের নাম বদল করে ‘দ্য ললিত’ করে। এর বাইরে দ্য ললিত ট্রাভেলার ব্র্যান্ড নামে এই গোষ্ঠীর মাঝারি মানের আরও দু’টি হোটেল আছে। ২০০৬ সালে তার স্বামী তথা ভারত হোটেল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ললিত সুরীর মৃত্যুর পরে প্রতিষ্ঠানের দায়িত্ব নেন জ্যোৎস্না সুরী। তিনি বণিকসভা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ফিকি) সাবেক সভাপতি। তল্লাশি করে আয়কর দফতর আয় বহির্ভুত কোনও সম্পত্তি বা কর ফাঁকির কোনও প্রমাণ পেয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সূত্র : দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।