গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করলে শনিবার সকালে তাকে বারডেম হাসপাতালে আনা হয়। ইসিজির পর কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার লাশ হাসপাতালেই রয়েছে। তিনি বলেন, তবে মিথুন মাহফুজের কী অসুখ হয়েছিল সেটা এখনো ডাক্তার বলতে পারেননি। ডায়াবেটিস ছিল। সেটা হয়তো বেড়ে গিয়েছিল, তাই স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।