Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

লালপুরে দুই বিড়ির লেবেল বিক্রেতা আটক!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২০, ৫:৩১ পিএম

নাটোরের লালপুরে দুই (ব্যবহৃত ব্যন্ডরোল) অবৈধ বিড়ির লেবেল বিক্রেতাকে আটক করেছে লালপুর থানার পুলিশ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারী) রাত ৯টার দিকে ছোট ময়না এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ছোটময়না গ্রামের আব্দুল কুদ্দুস প্রাংএর ছেলে সবুজ আলী (২৫) ও একই এলাকার মৃত গহের আলীর ছেলে আসমান প্রাং (৪৫) ।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মমনিুল হক বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ খোলা বাজার থেকে ব্যবহৃত ব্যন্ডরোল সংগ্রহ করে শীর্ষ বিড়ি-সিগারেটের ব্যবসায়ী প্রতিষ্ঠানদের নিকটে লেবেলের ব্যবসা করে আসছিলো। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার তাদের নামে লালপুর থানায় ১৫১ ধরায় মামলা দিয়ে নাটোর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলেন জানান তিনি।’
লালপুর থানার ওসি সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ