Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট কলাপাড়ায় কলেজ ছাত্র আটক

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২০, ৬:৫১ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ২৮ জানুয়ারি, ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ফেসবুকে পোষ্ট করায় ইমন (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ইমন সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) ২য় বর্ষের ছাত্র ও নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মাহবুবুর রহমান এর পুত্র।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মোহাম্মদ ইমন নামের ফেসবুক আইডি থেকে গত ২৪ জানুয়ারী বিকৃত একটি মূর্তির মাথা কেটে প্রধানমন্ত্রীর মাথা লাগিয়ে ছবিটি পোষ্ট করে ইমন। পরে ওই আইডি থেকে ছবিটি মুছে আবার দেশবাসীর কাছে সে ক্ষমা চায়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে পুলিশের নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ইমনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ