নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
একের পর এক সংবর্ধনায় যেন ভাসছেন নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পাশাপাশি নিজ নিজ সংস্থা থেকেও সংবর্ধনা পাচ্ছেন তারা। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে। এবার বাংলাদেশ আনসারের পালা। মঙ্গলবার সকাল ১১টায় খিলগাঁওস্থ আনসার ও ভিডিপি সদর দপ্তরে নিজেদের পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেবে সংস্থাটি । বাংলাদেশ আনসারের পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) নুরুল হাসান ফরিদী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। অনুষ্ঠানের মধ্যমনি থাকবেন ২০২০ টোকিও অলিম্পিয়কে সরাসরি খেলার সুযোগ পাওয়া আরচ্যার রোমান সানা। গেল বছর বিশ্ব আরচারিতে ব্রোঞ্জ জেতায় সরাসরি টোকিও অলিম্পিকে খেলবেন আনসারের এই তীরন্দাজ। এসএ গেমসে তিনটি স্বর্ণপদক জেতায় পেয়েছেন ১১ লাখ টাকা। ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। এবার নিজ সংস্থা আনসার থেকেও পাবেন আরেক দফা পুরস্কার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।