বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুর হাসান সৈকত (২৪) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে পুলিশ তাকে আটক করে।
আটক মাহমুদুর উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ মনু ছেলে। তিনি নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকা থেকে মাহমুদুর হাসান সৈকতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক মাহমুদুর হাসান সৈকত নরসিংদী জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। তবে তিনি গত আট মাস ধরে পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালন করছেন না। তার গ্রামের বাড়িতে থাকতেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।