বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাঁচলাইশ থানার শুলক বহরে একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক বসত ঘর। গতকাল শুক্রবার সকালে শুলকবহর ও মীর্জার পুলের মাঝামাঝি ডেকোরেশনের গলির বস্তিতে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে নগরীর পাঁচটি ইউনিটি থেকে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি সেখানে ছুটে যায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেলে ৩টায় আগুন নেভানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই বস্তির একটি ঘরে অগ্নিকাÐের সূত্রপাত। পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত হয়। এতে আট জনের মালিকানাধীন ছোট ছোট কক্ষ বিশিষ্ট শতাধিক ঘর পুড়ে গেছে। ঘরের সাথে সবকিছু হারিয়ে শতাধিক দরিদ্র পরিবারের কয়েকশ সদস্য এখন খোলা আকাশের নীচে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।