বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে এ মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার।
গতকাল সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, শিশুটির পরিবার বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকে। গত ১৬ জানুয়ারি সকালে পাশের রুমে থাকা জুবায়ের নামে এক যুবক ওই শিশুকে কৌশলে নিজের রুমে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে শিশুটির পরিবার।
মামলার অভিযোগে বলা হয়, শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারেন। প্রথমে শিশুটি স্বীকার না করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে। এরপর মানসম্মানের ভয়ে কাউকে জানতে দেয়নি। পরে নিজেদের ভেতরে আলোচনা করে গত বুধবার রাতে থানায় মামলা করেন।
ওসি আরো জানান, শিশুটির পরিবারের থানায় আসার কথা শুনেই আসামি পালিয়েছে। তবে তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। এদিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।