রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১০)-কে শাহজাহান (৩৫) নামের এক লম্পট ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শাহজাহান উত্তর কেরোয়া গ্রামের খালপাড় পাটোয়ারী বাড়ির আলী আজমের ছেলে। ধর্ষিতা শিশু কেরোয়া মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতে শিশুটির মা বাদি হয়ে শাহজাহান আসামি করে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ছাত্রীর মা ও বাবা জানান, সন্ধ্যায় পাইভেট পড়ে থেকে ফেরার পথে লম্পট শাহজাহান তার স্ত্রীর অনুপস্থিতিতে মেয়েকে কৌশলে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার শোনে লোকজন এগিয়ে আসলে লম্পট শাহজাহান পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যাই। থানা থেকে শিশুটিকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে চিকিৎসকদের পরমার্শে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এসে ভতি করা হয়। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ফাওয়াজ বিন ইউসুফ সাংবাদিকদের জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় সদর হাসপাতালে ভর্তির পরমার্শ দেয়া হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলাকরেছে। ঘটনার পর থেকে ধর্ষক শাহজাহান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।