Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শরণখোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা

শরণখোলার পল্লীতে ১ সন্তানের জননী ধর্ষণের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় গতকাল শুক্রবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শরণখোলা থানায় দায়েরকৃত মামলা ও ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, উপজেলার রাজেশ্বর গ্রামের গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে তার বোনের বসতঘরে ঘুমিয়ে ছিলো। গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে এলে এ সুযোগে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী খলিল পহলান ও তার সঙ্গীয় হারুন হাওলাদার ঘরে ঢুকে হারুন হাওলাদার তুলি বেগমের গলা চেপে ধরে এবং খলিল ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তিরা পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দু’জনকে আসামী করে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণখোলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ