রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে চেক জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পাঁচবিবি শাখা থেকে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী ইমামুল জনতা ব্যাংক পাঁচবিবি শাখার ব্যবস্থাপক প্রণব চন্দ্র মদককে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গেছে, হাকিমপুর বাজারের পোল্ট্রি ব্যবসায়ী ইমামুল (৬০) ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক পাঁচবিবি শাখায় ৫ লাখ টাকার ঋণ প্রস্তাব করেন। ব্র্যাক ব্যাংকের নির্দেশ অনুযায়ী ইমামুল জনতা ব্যাংক লিমিটেড পাঁচবিবি শাখায় অ্যাকাউন্ট খোলেন। ব্র্যাক ব্যাংক থেকে গত ২৬ জানুয়ারি জনতা ব্যাংকে বাদির ১৭৯০ নং অ্যাকাউন্টে ৫ লাখ টাকা পাঠানো হয়। গত ২৭ জানুয়ারি বাদির স্বাক্ষর জাল করে চেক দিয়ে আসামিরা সাড়ে ৪ লাখ টাকা তুলে নেন। বাদি গত ৩১ জানুয়ারি জনতা ব্যাংকে টাকা উত্তোলনের জন্য চেক প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন অ্যাকাউন্টে টাকা নেই। বিষয়টি নিয়ে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো ফল পাননি। বাদি ইমামুল জানান, তিনি শুধু নাম স্বাক্ষর করতে জানেন। তার অনুপস্থিতিতে জনতা ব্যাংক থেকে তার কর্মচারী মোস্তাক হোসেন চেকবই উত্তোলন করেন। চেকবইয়ে তিনটি পাতা ছিল না। তিনি আরো বলেন, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে টাকা উত্তোলন করা হয়েছে। এ ব্যাপারে জনতা ব্যাংকের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বোরখা পরিহিত মুখঢাকা একজন মহিলা ইমামুলের মেয়ে পরিচয় দিয়ে টাকা উত্তোলন করেছেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে মারধর
পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলামকে মারধর করেছে আওয়ামী লীগ কর্মীরা। জানা গেছে, নাজমুল ইসলাম গত মঙ্গলবার উপজেলা চত্বরের একটি দোকানে গেলে আ.লীগ কর্মী শিমুলতলী গ্রামের মামুনুর রশিদ ওরফে মোটা মামুনসহ ৪ জন তাকে ঘিরে ধরে। এ সময় মামুন তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারে। আ.লীগের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী থাকবে না বলে তারা নাজমুলের কাছ থেকে নমিনেশন পেপার চান। এ সময় তারা নাজমুলকে বলেন, তুই কার হুকুমে প্রার্থী হয়েছিস। তোর বিরুদ্ধে ১৬টি মামলা দেয়া হবে। আজ রাতেই তোকে পুলিশ ধরে নিয়ে আসবে বলে হুমকি-ধমকি দেন। নামজুল ইসলাম বলেন, বিষয়টি পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুককে জানানো হয়েছে। এদিকে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় কুসুম্বা ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী শফিকুল আলম বাবুর কাছ থেকে নমিনেশন পেপার কেড়ে নেয়া হয়েছে। ঘটনার পর নির্বাচন অফিসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।