Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু নির্যাতনের অভিযোগে মামলা

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহে মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ দিয়ে পিয়াস নামে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন দোকান মালিক তিজারত হোসেন। পিয়াস কালীগঞ্জ উপজেলার চাপাতলা গ্রামের দিনমজুর জহির উদ্দিনের ছেলে। বর্তমানে সে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের খালা বাড়িতে থাকতো। নির্যাতিত শিশুর খালু রুস্তম আলী এ ঘটনায় তিনজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেছেন। পিয়াসের বাবা জহির উদ্দীন জানান, ছয় মাস আগে সপ্তাহে ১শ’ টাকা মজুরির বিনিময়ে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কে সুলতান মার্কেটের তিজারত ইলেকট্রনিক্সে কর্মচারীর হিসেবে কাজ নেয় পিয়াস। গত শনিবার সকালে তিজারত ইলেকট্রনিক্সে কাজ করতে যায় পিয়াস। সন্ধ্যার দিকে মালিক তিজারত হোসেন অন্য কাজে বাইরে যান। ফিরে এসে ক্যাশ বাক্সে থাকা ৭শ’ টাকা না পেয়ে চুরির অপবাদ দিয়ে পিয়াসকে মারধর শুরু করেন। তিজারত হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় অন্যানো দোকানিরা এসে পিয়াসকে উদ্ধার করে। খবর পেয়ে পিয়াসের খালু রুস্তম আলী তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর হাসপাতালে কনসালটেন্ট (সার্জারী) ডা: জাহিদুর রহমান জানান, কিশোর পিয়াসের শারীরিক অবস্থা এখন ভালো আছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশু পিয়াস নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু নির্যাতনের অভিযোগে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ