Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সোনামসজিদ চেকপোস্টে ৩টি স্বর্ণের বারসহ আটক ১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ৬:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট থেকে তিনটি স্বর্ণের বারসহ পাসপোর্টধারীকে এক যাত্রীকে আটক করেছে সোনামসজিদ কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার দুপুরে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের শাহজাহান আলী পাসপোর্টধারী যাত্রী মোহাম্মদ আলী (৫০) তার জুতার মধ্যে স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করেন। আটক মোহাম্মদ আলী হল- ফেনী জেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সোনামসজিদ কাস্টমস গোয়েন্দা বিভাগের সুপার শাহজাজাহান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সোনামসজিদ জিরো পয়েন্টে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের তল্লাশি চৌকিতে মোহাম্মদ আলীর ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশি শেষে স্বর্ণের বারের বিষয়ে মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে সে তিনটি স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করে। পরে মোহাম্মদ আলী তার পায়ের জুতার মধ্যে লুকানো বারগুলো বের করে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভারতের মালদাহ শহরে স্বর্ণগুলো পাচারের উদ্দ্যেশেই সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পারাপার হচ্ছিল। তিনি আরও জানান, প্রতিটি বারের ওজন ১শ’ গ্রাম। তিনটি বারের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ