মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে দিল্লির শাহীনবাগের বিক্ষোভকারীরা। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারতে বন্ধ পালিত হতে চলেছে। কিছুদন আগেই ভারতজুড়ে বনধ ডেকেছিল বামপন্থীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় এক মাস ধরে সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রতিবাদে বিক্ষোভ চলছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবারই চেষ্টা করা হয়েছে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে। যদিও বিক্ষোভকারীরা বলছেন, দাবি প‚রণ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিই তাদের নড়াতে পারবে না। এ পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লির গভর্নরের সঙ্গে দেখা করেছেন বিক্ষোভকারীদের একটি নারী প্রতিনিধি দল। গভর্নর তাদের কথা শুনেছেন বলে জানানো হয়েছে। বিক্ষোভ চললেও এবার থেকে স্কুল বাস যাওয়ার জায়গা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মোট আট নারী গভর্নরের সঙ্গে দেখা করেছেন। ২৯ জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সিনাল ল’ বোর্ডের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ নোমানি। গত সোমবাই দেশের সব মানুষকে এই বন্্ধে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই ডাকে সাড়া দিয়ে ২৯ তারিখের বনধে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহীনবাগের বিক্ষোভকারীরা। উল্লেখ্য, শাহীনবাগের সমর্থনে সিএএ-এনআরসিবিরোধী বিক্ষোভ চলছে কলকাতায়ও। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।