Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতীয় সেনা জওয়ান ও পুলিশ কর্মকর্তা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানসহ নিরাপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। অপর নিহত সদস্য হলেন বিশেষ পুলিশ কর্মকর্তা (এসপিও)। মঙ্গলবার এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলওয়ামার খ্রেউ এলাকায় নিরাপত্তাবাহিনী কর্ডন করে তল্লাশী অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ শুরু হয়। জঙ্গিরা একটি বাড়িতে আত্মগোপন করেছিল। ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই নিহত হন এসপিও শাহবাজ আহমদ। আর বন্দুকযুদ্ধে আহত সেনা জওয়ানের মৃত্যু হয় পরে। শেখ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল বলে জানিয়েছেন তিনি। কাশ্মীরে গত দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুকযুদ্ধের ঘটনা। এর আগে সোমবার সোফিয়ান এলাকায় তিন জঙ্গী নিহতের কথা জানায় পুলিশ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ