Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সংখ্যাগরিষ্ঠতা বনাম সন্ত্রাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নেতাজি সুভাষ চন্দ্র বসুর বংশধর আবারও বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিলেন। নিজের দলকে কাঠগড়ায় তুলে চন্দ্র কুমার বসু বললেন, ‘সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সন্ত্রাসের রাজনীতি করা যায় না’।

এবারই প্রথম নয়। এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে দলকে কাঠগড়ায় তুলে মন্তব্য করেছেন। কখনো দলের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।

এবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির সমালোচনায় সরব দলেরই নেতা চন্দ্র কুমার বসু। তিনি বলেন, ‘কোনো মতেই কোনো আইন কারও উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। প্রথমে মানুষকে বোঝাতে হবে। অশালীন হওয়া যাবে না। সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলেই সন্ত্রাসের রাজনীতি করতে পারব না।’

তিনি আরও বলেন, ‘সংসদে বিল পাস হলে সেটা মানতে বাধ্য থাকবে রাজ্য সরকার। সেটাই আইনত সঠিক। তবে গণতান্ত্রিক দেশে কোনো কিছুই গায়ের জোরে কারও উপর চাপিয়ে দেওয়া যায় না।’

এরই মধ্যে দলেরই নেতা চন্দ্র কুমার বসুর এমন মন্তব্য কিছুটা হলেও পশ্চিমবঙ্গে বিজেপির অস্বস্থি যে বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য। সূত্র : দ্য সিয়াসেট ডেইলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ