মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে করা বিজেপির ‘’তিরঙ্গা যাত্রা’’ ঘিরে রবিবার উত্তাল হয়ে উঠে দেশটির মধ্যপ্রদেশের রাজগড় জেলা। প্রথমে সেখানে মিছিল প‚র্ববর্তী সমাবেশে বিজেপি কর্মীদের সঙ্গে রাজ্য প্রশাসনের বিরোধ বাধে। রাজগড়ের কালেক্টর নিধি নিবেদিতা ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে বিজেপি কর্মীদের মিছিল করতে নিষেধ করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করতে চাইলে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। এরই এক পর্যায়ের এক বিজেপি নেতাকে কষে থাপ্পড় মেরে বসেন নিধি নিবেদিতা। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অভিযোগ লাঠিচার্জও করে পুলিশ, এতে ২ বিজেপি কর্মী আহত হয়েছে। রাজগড় জেলায় ১৪৪ ধারা জারি থাকার কারণে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে আয়োজিত বিজেপির ওই কর্মস‚চিতে অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু তা সত্তে¡ও বিধিনিষেধ উপেক্ষা করে সেখানে হাজির হন বহু বিজেপি কর্মী। প্রথমে কালেক্টর নিধি নিবেদিতা এবং রাজগড়ের পুলিশ সুপার বিজেপি কর্মীদের ওই সমাবেশ না করার বিষয়ে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও সেই কথাও কান দেননি বিজেপি কর্মীরা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।