মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গ শাখার বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে চিড়িয়াখানার খাঁচায় বন্দি করে রাখা হবে বলে মন্তব্য করেছেন একই রাজ্যের তৃণম‚ল নেতা জিতেন্দ্র তিওয়ারি। রোববার এক জনসভায় বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতির বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘আসানসোল-দুর্গাপুরে কখনও ভালো চিড়িয়াখানা তৈরি হলে সেখানে কোনো একটি ভালো খাঁচায় দিলীপ ঘোষকে আটকে রাখব। শিশুরা এসে তাকে দেখবে আর জানবে– এই সেই ব্যক্তি যিনি বাংলা সংস্কৃতিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছিল। উল্লেখ্য, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকারীদের ভারতবিরোধী বলে মন্তব্য করেছিলেন দেশটির পশ্চিমবঙ্গ শাখার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে এক কোটি বাংলাদেশি মুসলিম বাস করে দাবি করে তিনি বলেছিলেন- এসব মুসলিমই সিএএর বিরোধিতা করছেন। এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এর পর তিনি সিএএবিরোধীদের তীব্র কটাক্ষ করে বলেন, ‘যাদের বাবা-মায়ের ঠিক নেই, তারাই সিএএ বিরোধিতা করছেন।’ দিলীপ ঘোষের এমন বেফাঁস মন্তব্যেক্ষুব্ধ হন আসানসোলের মেয়র। এর পরই তাকে উপযুক্ত পরিবেশ পেলে চিড়িয়াখানায় বন্দি করা হবে বলে মন্তব্য ছোড়েন তিনি। সিএএ নিয়ে গত কয়েক দিন ধরেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে সিএএবিরোধী বিক্ষোভে সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় ‘গুলি করার’ পরামর্শ দিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেন তিনি। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।