মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় ব্যবসায়ী ও সরকারের সমালোচনার মুখে ভারতে নতুন করে ১০ লাখ মানুষকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম। আগামী পাঁচ বছরের মধ্যেই এ চাকরির ক্ষেত্র তৈরি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতে অ্যামাজনের এক বিলিয়ন ডলার বিনিয়োগ বড় কোনো উপকারে আসছে না বলে ভারতের বাণিজ্যমন্ত্রীর কড়া সমালোচনার একদিন পরেই শুক্রবার প্রতিষ্ঠানটি নতুন চাকরির ঘোষণা দিল। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অ্যামাজন এবং ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অসদুপায় অবলম্বনের অভিযোগ করছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, খুচরা বিক্রেতাদের ব্যবসায় ধস নামাতে যুক্তরাষ্ট্রের এই বৃহত্তম প্রতিষ্ঠান কোটি কোটি টাকা লোকসান দিয়ে ক্রেতাদের বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছে, যা ভারতীয় আইনের পরিপন্থী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।