Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর গোশতের বিজ্ঞাপনে বিতর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের কেরালার পর্যটন বিভাগের ওয়েবসাইটে গরুর গোশতের রেসিপির ছবি ফলাও করে প্রচার করা হয়েছে। আর সেই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। নিউজ এইট্টিন জানিয়েছে, নিজেদের ওয়েবসাইটে কেরালা পর্যটন দফতর স্থানীয় ‘বিফ উলারথিয়াতু’ অর্থাৎ সহজ ভাষায় গরুর গোশতের ছবি দিয়ে তার রেসিপিও লিখেছে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোল হয়। অনেকেই বিরোধিতা করে লিখেছেন, এই ছবি তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। তাদের যুক্তি, গরু ও অন্যান্য গবাদি পশুকে দেবতা মেনে প‚জা করা হয়, সেখানে গরুর গোশতের মতো খাবারের ছবি দিয়ে বিজ্ঞাপন করা দ্বিচারিতার পরিচয় দিয়েছে সরকার। তবে কেরালার পর্যটনমন্ত্রী কারাকামপল্লি সুরেন্দ্রনের যুক্তি, কোনো ধর্মীয় সম্প্রদায়কে ভাবাবেগে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, আমার বিশ্বাস কেরালায় কেউ ধর্মের সঙ্গে খাদ্যকে সম্পর্কিত করে না। একে ধর্মের রং দেয়ার যে চেষ্টা চলছে, তা নিন্দনীয়। নিউজ এইট্টিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ