বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় ইঞ্জিন ভ্যান চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সদস্যরা বটিয়াঘাটা উপজেলাসহ খুলনা ও নড়াইলের বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা চুরি করে আসছিল। আটককৃতদের কাছ থেকে চুরিকৃত ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো আসাদুজ্জামান ।
আটককৃতরা হলো, আরজু (৩০), বাবু শেখ (২৯), বাদল খা (৪৫), ইসরাফিল সরদার (৪২), আরিফ মোল্লা (২৮), ডালিম সরদার (৪২), এমদাদুল ইসলাম (৪৮), ওবায়দুল শেক (৩৫), আমিরুল (৩৮), জামাত আলী (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মো আসাদুজ্জামান, ওসি রবিউল কবির, এসআই শেখ আহম্মদ কবির ও রাজিউল আমিন এই অভিযানের নেতৃত্ব দেয়।
বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির জানান, বটিয়াঘাটা উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে এই চোর গ্রæপের সদস্যরা ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক ও সাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে আসছিল। এ অবস্থায় কয়েকদিন ধরে পুলিশের বিশেষ অভিযানে এদের আটক করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জেলার বিভিন্ন জায়গায় চুরির কথা স্বীকার করেছে।
ওসি রবিউল কবির আরও জানান, এই সিন্ডিকেটে প্রায় ১০-২০জন সদস্য রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এই ১০ জনকেও আদালতে সোপর্দ করা হবে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।