Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রাইমারি ভোট

বাংলা-আরবিসহ বহু ভাষায় বার্তা দিয়ে প্রশংসিত বার্নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন সিনেটর ও ডেমেক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন। বুধবার ভেরিফাইড ফেসবুজ পেজে ভিয়েতনামিজ, ফিলিপিন্স, হিন্দি, বাংলা, ইংরেজি, ফারসি, উর্দু, আরবিসহ বেশ কয়েকটি ভাষায় বার্তা দিয়েছেন যার অর্থ, স্বাস্থ্যসেবা একটি মানবাধিকার। বহু ভাষা ব্যবহার করে পোস্টগুলো দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা নির্বাচনে বার্নির জয়কামনা করেছেন। শুধু তাই নয়, বার্নিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট প্রার্থী বলেও আখ্যা দিয়েছেন। বাংলায় দেয়া পোস্টটিতে ৪ ঘণ্টায় ২ হাজারের বেশি লাইক ও ৩২৯ কমেন্ট পড়েছে এবং পোস্টটি শেয়ার করেছেন সাড়ে ৬০০ এর বেশি মানুষ। অপর এক খবরে বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারি আইওয়া ককাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি ভোট। এই ভোটে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট দল থেকে প্রার্থী ৬ জন। এর মধ্যে আইওয়া রাজ্য থেকে শুরু হবে, কে হবেন ডেমোক্রেট প্রার্থী সে বিষয়ে ডেমোক্রেট ভোটারদের রায় দেয়া। ডেমোক্রেট দলের এসব প্রার্থী যখন ডেস মইনেসে বিতর্কের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন সেখান থেকে প্রায় ৪০০ মাইল প‚র্বে উইসকনসিনে এক র‌্যালিতে তাদেরকে নিয়ে উপহাস করেছেন রিপাবিকাল দল থেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সে যা-ই হোক, ডেমোক্রেট দলের সবচেয়ে উদারপন্থি দু’প্রার্থী সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে দেখা দিয়েছে এক রকম উত্তেজনা। তা বাড়ছেই। গত কয়েকদিনে এই বিরোধ বৃদ্ধি পেয়েছে। এলিজাবেথ ওয়ারেন অভিযোগ করেছেন, ২০১৮ সালের ডিসেম্বরে তাকে বার্নি স্যান্ডার্স বলেছিলেন, প্রেসিডেন্ট পদে একজন নারী বিজয়ী হতে পারবেন না। কিন্তু তার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বার্নি স্যান্ডার্স। এ বিষয়ে বিতর্কের সময়ে জানতে চাইলে তিনি আবারও এমনটা অস্বীকার করেন। বলেন, তিনি দীর্ঘদিন ধরে একজন নারী প্রেসিডেন্টের ধারণাকে সমর্থন দিচ্ছেন। এর সঙ্গে গত সপ্তাহে ইরান সঙ্কট নিয়ে প্রথমবারের মতো বিতর্কে উঠে এসেছে পররাষ্ট্রনীতি। এ ইস্যুতে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে প্রত্যাহারের দাবি তুলেছেন এলিজাবেথ ওয়ারেন ও বার্নি স্যান্ডার্স। অনলাইন বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ