Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যশোরের ঝিকরগাছায় ৭৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৪:৫৫ পিএম

র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল মেজর মোঃ আনিস-উজ-জামান

এর নেতৃত্বে অভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা থেকে ৭৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার ঝিকরগাছা থানাধীন পানিসারা গ্রামের গদখালি হইতে শিওরদাগামী রাস্তায় মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। সাথে সাথে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও করে আসামী মোঃ মজনুর রহমান (৩০), পিতা-মৃত-মাহমুদ মোড়ল, সাং-মুরাগাছা, থানা-মনিরামপুর, জেলা-যশোরকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশিকালে ১। ৭৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট ২। ০১টি মোবাইল ফোন ৩। ০২টি সীমকার্ড ৪। ০১টি মোটরসাইকেলসহ উদ্ধার করেন।

র‌্যাব জানায়, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ