Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ওসমানী নগরে গরুসহ চোর আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২০, ৩:০৩ পিএম

সিলেটের ওসমানী নগরে দু’টি গরুসহ এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া ঈদগাহর নিকটে তাকে আটক করা হয়। আটককৃত চোর শাহ আলম (৩০) উপজেলার দক্ষিণ কালনীরচর গ্রামের সঞ্জব আলীর পুত্র। উদ্ধারকৃত গরু দুটির বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

জানা যায়, বুধবার সকাল ৯টায় দাসপাড়া ঈদগাহের নিকট চুরিকৃত গরু দুটি বেধে রাখে চোর। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিঞ্জাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে বালাগঞ্জ উপজেলার মগলমপুর গ্রাম থেকে চুরি করে আনে। ওসমানীনগর উপজেলা মানবাধিকার কর্মী ছুরাব আলী বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ চোরসহ গরু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গরু চোর শাহ আলম খুনের মামলার আসামী বলেও জানা গেছে।
ওসমানীনগর থানার এসআই মোয়াজ্জম হোসেন আটকের সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ