মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের বিলিওনার ইউসাকা মিজায়া। চাঁদে ঘুরতে যেতে যান তিনি। কিন্তু কোনও সঙ্গিনী নেই তার। তাই সম্প্রতি তিনি অনলাইনে একটি বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে তিনি খুঁজছেন একজন গার্লফ্রেন্ড। যিনি ইউসাকার সঙ্গে চাঁদে ঘুরতে যেতে রাজি।
জাপানের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল ইউসাকা মিজায়ার। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকেই একাকী বোধ করছেন ৪৪ বছরের এই কোটিপতি।
তিনি বলেছেন, ‘একাকীত্ব আমায় চেপে ধরেছে। কিন্তু যেভাবে এতদিন বেঁচে এসেছি সে ভাবেই বাঁচতে চাই।’ এবার স্পেসএক্স রকেটে চড়ে চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। সে জন্যই খুঁজছেন প্রেমিকা।
বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন, ২০ বা তার বেশি বয়সের সিঙ্গেল মহিলাদের তার সঙ্গিনী হওয়ার জন্য আবেদন করতে বলেছেন। ইউসাকার সঙ্গিনী হওয়ার জন্য আবেদন করতে হবে ১৭ জানুয়ারির মধ্যে।
আবেদনকারীদের সঙ্গে দেখা করে মার্চের মধ্যেই তিনি ঠিক করে ফেলবেন চাঁদে যাওয়ার সঙ্গিনী। আগামী ৩১ মার্চেই জানা যাবে, কে সেই সৌভাগ্যবতী যিনি মাইজাওয়ার সঙ্গে হানিমুন করতে মুনে (চাঁদ) যাবেন। আর মহাকাশ থেকে ওই জীবনসঙ্গীর সঙ্গে বিশ্ববাসীকে ভালোবাসা ও শান্তির বার্তা জানাতে চান।
রয়টার্স জানায়, ইউসাকু মাইজাওয়ারের মহাশূন্যে যাওয়ার পর ওই দৃশ্য তথ্যচিত্র হিসেবে দেখানো হবে ‘আবেমাটিভি’ নামের স্ট্রিমিং সেবায়। তথ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘ফুল মুন লাভার্স’। সূত্র : সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।