Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে পৃথক ঘটনায় আটক ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 সিরাজদিখানে চুরি ধর্ষণ ও ছিনতাইয়ের সাথে জড়িত অহিদুল (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার রুহিতপুর গ্রামের ওহাব আলীর ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা থেকে তাকে আটক করে সিরাজদিখান থানার শেখেরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা যায়, গতকাল সকালে একটি চোরাই সিএনজি স্কুটার করে চোরাই ৩টি টিউবওয়েল ও কিছু চোরাই জিনিসপত্র নিয়ে বিক্রি করতে রুহিতপুর বাজারে যায় অহিদুল। এলাকার মসজিদের চাপকলসহ কয়েকটি বাড়ির চাপকল চুরি হওয়ায় এলাকাবাসী তার প্রতি নজর রাখে। রুহিতপুর বাজারে বিক্রি করার সময় এলাকার লোকজন দেখে ফেললে সে সিএনজি নিয়ে পালিয়ে সিরাজদিখানের মরিচা চলে যায়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, অহিদুল আগে একটি চুরির ঘটনায় জেল খেটেছে। তার একটি ধর্ষণ মামলা চলমান আছে বলে স্বীকার করেছে সে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ১০ পিস ইয়াবাসহ রুহুল আমীন (৩৫) ও মো. সোহেল (৩২) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ। রুহুল উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের আনোয়ার আলীর পুত্র ও সোহেল একই গ্রামের ইসরাাফিল মিয়ার ছেলে। সিরাজদিখান শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই হাসান আক্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে কুচিয়ামোড়া কলেজ গেট হতে তাদের দেহ তল্লাশি করে রুহুল আমীনের কাছে ৫ পিস এবং সোহেলের কাছে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ