রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের উত্তর গুদিঘাটা গ্রামের রতন হাওলাদারের পুত্র আবু সালেহ (৩০) কলেজ পড়–য়া স্ত্রী মোসা. জাকিয়া (২০)কে কুপিয়ে হত্যা করে।
ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার বিকালে আবুসালেহ পার্শ্ববর্তী উত্তর কাকচিড়া গ্রামে তার শশুর বাদল মৃধার বাড়িতে এসে স্ত্রীকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায় এবং সেখানে বসে তার সংগে থাকা ধারালো দা-দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে পার্শ্ববতী এক বাড়িতে আতœগোপন করলে থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এসআই জাহাংগীর ও এএসআই কাইউম আবু সালেহকে দাসহ রক্তমাখা অবস্থায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানান, আবু সালেহ চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করে। দুই বছর পূর্বে জাকিয়ার সাথে বিয়ে হয়। জাকিয়া তার বাবার বাড়ি থেকে বরগুনা সরকারি কলেজে অনার্স এ পরাশুনা করে। স্বামী বাড়িতে আসলে মাঝে মধ্যে স্বামীর বাড়িতে বেড়াতে যেতো।
বামনা উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা ও বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি মর্মান্তিক। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বামনা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।