পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর শেওড়া থেকে খিলক্ষেত পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ৭৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, পথচারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে; সে জন্য খিলক্ষেত থেকে শেওড়া পর্যন্ত অভিযান চালানো হয়েছে। মাদক সেবীরা রাতের আধাঁরে বিভিন্ন অপরাধ কর্মকান্ড করার অভিযোগে এমন অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে উঠা ৭৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে শেওড়া রেললাইন এলাকায় অভিযান চালানো হবে বলে ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, রেলস্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া।
আজ (গতকাল) থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র্যাব রেলস্টেশনের আশপাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। এমন ঘোষণার দুই ঘণ্টা পরই সেখানে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।