Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুখোশধারীদের ক্ষমা নেই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ভ‚গোলের অধ্যাপিকা সুচরিতা সেন বলেছেন, ‘ক্ষমা করা কঠিন। এই স্বর্গীয় জায়গাকে আতঙ্কের নরকে পরিণত করল যারা, তারা ক্ষমার অযোগ্য।’
গত রোববার জেএনইউতে মুখোশধারী গুন্ডাদের হামলায় শিক্ষার্থীদের পাশাপাশি আহত হন অধ্যাপিকা সুচরিতা সেন। গত মঙ্গলবার গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি ওইসব কথা বলেন। গুন্ডাদের ছোড়া ইটের আঘাতে তার মাথা ফেটেছে। সেলাই দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে মাথা।

মাথায় ক্ষতের ব্যথাও ততটা নয়। তার চেয়ে রাগ হয়ে বেশি ব্যথা ঝরছে কণ্ঠে। আর সে ব্যথা প্রিয় ক্যাম্পাসকে ঘিরে। দুই দশকেরও বেশি সময় যে ক্যাম্পাসে বিচরণ করেছেন, হামলার পর সেই ক্যাম্পাসে একা হাঁটতে ভয় পাচ্ছেন।
অধ্যাপিকা বললেন, এত দিনের চেনা ‘স্বর্গ’ যারা মুখোশধারীরা ‘আতঙ্কের রাজত্বে’ বদলে দিল, তাদের ক্ষমা করার প্রশ্নই আসে না। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়ে প্রবেশ করে এখন শিক্ষকতা করছেন। তার অভিযোগ, এই হামলা পরিকল্পিত ভাবেই করা হয়েছে। না হলে বেছে বেছে কয়েক জনকেই কেন নিশানা করা হল?
তার কথায়, ‘রাত দু’টোয় নিশ্চিন্তে হেঁটে ধাবায় গিয়ে চা খেয়েছি। কোনও দিন মনে হয়নি তো যে কোথাও বিপদ ওত পেতে বসে আছে। এই ‘নিশ্চিন্ত ভাব’ এক রাতে উধাও হয়ে যাওয়ার ক্ষতের ব্যথা হয়তো আজীবন পিছু ছাড়বে না। সূত্র : ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ