Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুশফিক ক্রিকেট সম্পর্কে অনেক জ্ঞান রাখে’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৭:০৮ পিএম

খুলনা টাইগার্সের অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক প্রশংসায় ভাসিয়েছেন দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। প্রতিপক্ষকে নিয়ে অসাধারণ পরিকল্পনা সাজাতে জানেন মুশফিক। যে কারণে তার কৌশলের বন্দনা করেছেন ফ্রাইলিঙ্ক। মুশফিকের অধীনে খেলা তার জন্য উপভোগ্য বলেও জানান এই দক্ষিণ আফ্রিকান।

আজ (বুধবার) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জেতা ফ্রাইলিঙ্ক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মুশফিকের সঙ্গে গত বছর চট্টগ্রাম ভাইকিংসে খেলেছি। সে ক্রিকেট সম্পর্কে অনেক জ্ঞান রাখে। প্রত্যেক খেলোয়াড়ের বিপক্ষে তার কৌশল অসাধারণ। সে আমাদের অনেক তথ্য দিয়ে সাহায্য করে দলের মিটিং এবং ম্যাচের পরিকল্পনা করার সময়। মাঠেও সে ঠাণ্ডা মাথায় কাজ করে। কখনও মুশফিককে মেজাজ হারাতে দেখা যায় না। তার অধীনে খেলা সত্যিই সন্তুষ্টির এবং আমি অনেক উপভোগ করি।’

মুশিফকের অধীনে এবারের বিপিএলে ভালো অবস্থানে আছে খুলনা। ১০ ম্যাচ শেষে ৬ জয়ে শেষ চারের পথেই আছে দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ