Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারলেই বিদায় রংপুরের, ব্যাটিংয়ে ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৬:৪৫ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও রংপুর রেঞ্জার্স। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। ঢাকা যদি আজ জয় পায় তাহলে প্লে-অফে উঠে যাবে। অন্যদিকে, রংপুর যদি এই ম্যাচে হারে তাহলে বাদ পড়বে। রংপুরের এটি ১১তম ম্যাচ। এর আগের ১০ ম্যাচে তারা ৪টিতে জয় পায় ও ৬টিতে হারে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রংপুর আছে ষষ্ঠ অবস্থানে।

অন্যদিকে, ঢাকার এটি দশম ম্যাচ। আগের ৯ ম্যাচের মধ্যে তারা ৬টিতে জয় পায় ও ৩টিতে হারে। ১২ পয়েন্ট ঢাকা এখন আছে তৃতীয় অবস্থানে। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম ও রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ