Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় র‌্যাবের হাতে এক ভুয়া মেজর আটক

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ২:৫২ পিএম

পাবনা র‌্যাব-১২ এক ভুয়া এক মেজরকে আটক করেছে। আটককৃত ব্যক্তি মাহমুদ হোসেন সাঁথিয়া উপজেলায় নিজেকে মেজর পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করছিলেন। র‌্যাব-১২ গোপন সংবাদে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় সাঁথিয়া থানা এলাকার দাড়ামোধা থেকে তাকে আটক করে। মাহমুদ হোসেন (২৭) রাজশাহী জেলার বোয়ালিয়া হেতেমখাঁ কাদিরগঞ্জ এলাকার সিরাজ উদ্দিনের পুত্র বলে র‌্যাব সূত্রে জানা গেছে। র‌্যাবের পাবনা ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. আবুল কাশেম সাংবাদিকদের কাছে ভূয়া মেজর পরিচয়দানকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদ হোসেন চাকুরী দেওয়ার কথা বলে আর্থিক প্রতারণা করে আসছিলো এবং একই পরিচয়ে সাঁথিয়া থানাধীন দাড়মোধা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সিমলা খাতুনকে সেনা বাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে মেয়ের অভিভাবকের নিকট থেকে ৬ লাখ টাকা গ্রহণ এবং সিমলাকে মৌখিকভাবে রেজিস্ট্রশন ছাড়াই বিয়ে করে বসবাস শুরু করে। এক পর্যায়ে অভিভাবকদের সন্দেহ হলে অভিভাবক ও এলাকার লোকজন বিষয়টি র‌্যাবকে অবহিত করেন। কয়েকদিন তদন্ত করে র‌্যাব নিশ্চিত হয় যে, মাহমুদ হোসেন একজন ভূয়া মেজর এবং প্রতারক। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজ বুধবার জানান,ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পাবনা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ