নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের পর শেষ সিলেট পর্ব। ফের ঢাকায় ফিরছে ২০ ওভারের এই ক্রিকেট ধামাকা। এরমধ্যে সিলেট থেকে হাসিমুখে ফিরেছে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুটি দলই পেয়ে গেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিশেষ এই বিপিএলের শেষ চারের টিকিট।
আগামীকাল (৭ জানুয়ারি) থেকে ফের মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জমবে ব্যাট-বলের লড়াই। যেখানে দিনের প্রথম ম্যাচে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার। একই দিন আরেক ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম ও রাজশাহী। যারা পেয়ে গেছে প্লে-অফের ছাড়পত্র। বিপিএলের শেষ চারের দুটি দল নিশ্চিত। এবার বাকি দুটি জায়গার জন্য লড়বে চার দল। টানা হারে লড়াই থেকে ছিটকে গেছে সিলেট। ১১ ম্যাচে ১ জয় নিয়ে দলটি আছে তলানিতে। কিন্তু এরপরের চার দল টিকে আছে লড়াইয়ে। যার মধ্যে অনেকটাই এগিয়ে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। মাশরাফি বিন মর্তুজার দল ঢাকা ১২ পয়েন্ট নিয়ে আছে তৃতীয়স্থানে। ১০ পয়েন্ট নিয়ে এরপরই খুলনা।
তবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুরকেও বাতিলের খাতায় ফেলে দেবেন-সে সুযোগ নেই। গাণিতিক হিসাবে লড়াইয়ে আছে তারাও। দুই দলের পয়েন্ট ৮। এরমধ্যে কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে রংপুর। সব মিলিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে। পয়েন্ট তালিকার হিসেবটাও হয়ে উঠেছে জমজমাট।
পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নে.রা.রে
রাজশাহী ১০ ৭ ৩ ১৪ ০.৪৭৭
চট্টগ্রাম ১০ ৭ ৩ ১৪ ০.১৭৬
ঢাকা ৯ ৬ ৩ ১২ ০.৫৭৫
খুলনা ৯ ৫ ৪ ১০ ০.৩৬৯
কুমিল্লা ৯ ৪ ৫ ৮ ০.২১৩
রংপুর ১০ ৪ ৬ ৮ -০.৭৪৬
সিলেট ১১ ১ ১০ ২ -০.৮৭
সেরা পাঁচ ব্যাটসম্যান
নাম ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইক রেট ১০০/৫০
ডেভিড মালান (কুমিল্লা) ৮ ৩৭৭ ১০০* ৬২.৮৩ ১৫২.০১ ১/২
রাইলি রুশো (খুলনা) ৯ ৩৪০ ৬৬* ৪৮.৫৭ ১৫১.১১ ০/৩
মোহাম্মদ নাঈম (রংপুর) ১০ ৩৩৮ ৩৭. ৫৫ ১১৮.৫৯ ০/২
মোহাম্মদ মিঠুন (সিলেট) ১১ ৩৩১ ৮৪* ৩৬.৭৭ ১২৮.৭৯ ০/২
ইমরুল কায়েস (চট্টগ্রাম) ৯ ৩১৯ ৬২ ৫৩.১৬ ১২৯.৬৭ ০/৩
সেরা পাঁচ বোলার
নাম ম্যাচ উইকেট সেরা গড় ইকো. ৪/৫
মেহেদী হাসান রানা (চট্টগ্রাম) ৮ ১৭ ৪/২৩ ১২.২৯ ৬.৯৬ ২/০
মুস্তাফিজুর রহমান (রংপুর) ১০ ১৬ ৩/১০ ১৫.৪৩ ৬.৭৬ ০/০
মুজিব-উর-রহমান (কুমিল্লা) ৯ ১৩ ৪/১২ ১৩.২৩ ৪.৯১ ১/০
লইস গ্রেগরি (রংপুর) ৯ ১৩ ২/২৫ ১৮.৮৪ ৭.৯০ ০/০
রুবেল হোসেন (চট্টগ্রাম) ৯ ১৩ ৩/১৭ ১৮.৮৪ ৭.২৪ ০/০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।