Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ফেনসিডিলসহ কাভার্ড ভ্যান আটক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

যশোরের নতুনহাট হতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ১ টি কাভার্ডভ্যান ও ১ জন আসামি আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি রোববার সাংবাদিকদের জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। মাদকদ্রব্য আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল রোডে যশোর শহরতলী নতুনহাটে নায়েক মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত হতে আমদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা মেসার্স এ এ এন্টার প্রাইজ-সিএন্ডএফ এবং আমদানিকারক মেসার্স এম এ ট্রান্সপোর্ট এজেন্সি এর একটি কাভার্ডভ্যান যার নম্বর ঢাকা মেট্রো-ট-২২-০২০২ তল্লাশি করে ১২৩৫০ কেজি এ্যালুমিনিয়াম হাইড্রোঅক্সাইড এবং ৫৮৭ বোতল ফেন্সিডিল, ১ জন আসামিসহ কাভার্ড ভ্যানটি আটক করা হয়। আটক আসামির মো. মেহেদী হাসান (২০), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-কাটাখাল ১ নং ওয়ার্ড, থানা- ঝিকরগাছা, জেলা-যশোর, অপর একজন পলাতক আসামি- মো. বিপুল মিয়া (২৮), পিতা-মো. জামাল মিয়া, গ্রাম-কাটাখালী ১নং ওয়ার্ড, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর। আটক মালামালের সিজার মূল্য-১২,৭৭,৩৭,২০০/- (বারো কোটি সাতাত্তর লাখ সাইত্রিশ হাজার দুইশ) টাকা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ