Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক ফুটবলার আরমান আর নেই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ৭:৩০ পিএম

সাবেক ফুটবলার ও এএফসি ‘বি’ লাইসেন্সধারী কোচ আজিজ আল আরমান আর নেই। মাত্র ৪৫ বছর বয়সে ৫ জানুয়ারি রোববার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আতœীয়-স্বজন রেখে যান। রোববার বাদ আসর নারায়ণগঞ্জের জিমখানা মাঠে নামাজে জানাজা শেষে পাইক পাড়া বড় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। খেলোয়াড়ী জীবনে ঢাকা আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ফুটবলার থেকে অবসর নেয়ার পর কোচিং পেশায় যুক্ত হয়েছিলেন আজিজ আল আরমান। এএফসি ‘বি’ সনদপ্রাপÍ কোচ ছিলেন তিনি। আরমানের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি গভীর শোক প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ