নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ব্যাটিং বান্ধব উইকেটের বিপিএলে হঠাৎই একটু ভিন্ন স্বাদ। সিলেট পর্বের শেষ দিনে দেখা গেল ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেট। সহায়ক উইকেটে জ্বলে উঠলেন পেসার মেহেদি হাসান রানা ও রুবেল হোসেন। বাকি কাজ সারলেন তাদের ব্যাটসম্যানরা। খুলনাকে হারিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করল চট্টগ্রাম। গতকাল খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে সাত জয়ে তারা নিশ্চিত করে ফেলল ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের জায়গা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল খুলনা গুটিয়ে যায় ১২১ রানে। চট্টগ্রাম জিতেছে ১১ বল বাকি রেখে।
১২২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই চট্টগ্রামকে ভালো অবস্থানে নিয়ে যান লেন্ডল সিমন্স আর জুনায়েদ সিদ্দিকী। প্রথম ১০ ওভার অনায়াসেই কাটিয়ে দেন তারা, রান ওঠে ৬৯। ২৮ বলে ৩৬ রান করা সিমন্সকে ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটিটি ভাঙেন আলিস আল ইসলাম। পরের ওভারে আরেক সেট ব্যাটসম্যান জুনায়েদকেও (৩৯ বলে ৩৮) একইরকম ফিরতি ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।
এরপর দাঁড়াতে পারেননি দাসুন গুনারতেœ (০) আর চ্যাডউইক ওয়ালটন (৭)। তবে লক্ষ্য ছোট বলে উইকেট হারিয়েও তেমন চিন্তাও পড়েনি চট্টগ্রাম। অধিনায়ক ইমরুল কায়েস বাকি পথটা সহজেই পারি দিয়েছেন নুরুল হাসান সোহানকে সঙ্গী করে। ২৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ইমরুল, ৬ বলে ৭ রানে সোহান।
এর আগে রুবেল হোসেন এবং মেহেদী হাসান রানার আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স। টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস। শুরুতেই চ্যালেঞ্জার্স বোলারদের বোলিং তোপে পড়ে খুলনা। মাত্র ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। মেহেদী হাসান মিরাজ ৪ ও হাশিম আমলা ৮ রান করলেও রানের খাতা খোলার আগেই বিদায় নেয় শামসুর রহমান শুভ।
প্রাথমিক বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহিম ও রাইলি রুশো। মুশফিক ২৯ রানে আউট হলে ভাঙে দুজনের ৪৯ রানের জুটি। ফিফটির সম্ভাবনা থাকলেও ৪৮ রানে ফেরেন রুশো। তার বিদায়ের পর আবার ব্যাটিং ধস দেখা দেয় খুলনা শিবিরে। শেষ পর্যন্ত ১২১ রানে থেমে যায় তাদের ইনিংস। চট্টগ্রামের হয়ে ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা ও রুবেল হোসেন। উইলিয়ামস নেন দুটি উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের মেহেদী হাসান রানা।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইগার্স : ১৯.৫ ওভারে ১২১ (মিরাজ ৪, আমলা ৮, রুশো ৪৮, শামসুর ০, মুশফিক ২৯, ফ্রাইলিঙ্ক ১৭, ইয়ামিন ০, আলাউদ্দিন ১, শফিউল ৩*, তানভির ৩, আলিস ১; রুবেল ৩/১৭, নাসুম ০/১৮, মেহেদি রানা ৩/২৯, উইলিয়ামস ২/২১, জিয়া ১/২২, গুনারতেœ ০/১৪)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৮.১ ওভারে ১২৪/৪ (সিমন্স ৩০, জুনায়েদ ৩৮, ইমরুল ৩০, গুনারতেœ ০, ওয়ালটন ৭, সোহান ৬* ; ইয়ামিন ০/২৯, ফ্রাইলিঙ্ক ২/২০, শফিউল ০/২২, আলিস ১/২৭, আলাউদ্দিন ০/৮, মিরাজ ১/১০, রুশো ০/৭)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মেহেদি হাসান রানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।