বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে রাগী সেজে চিকিৎসা নিয়ে ইব্রাহিম খলিল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক। শুক্রবার রাতে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন তিনি। ভুয়া চিকিৎসক ইব্রাহীম খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে।
জানা গেছে, ইব্রাহীম খলিল নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে গোড়াই এলাকায় অবস্থিত ঢাকা হোমিও হলে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক নিজেই রোগী সেজে হাজির হন ওই কিøনিকে। সেখানে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক এক পর্যায়ে চিকিৎসক ইব্রাহীম খলিলের কাছে তার সনদপত্র দেখতে চান। কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে প্রমানিত হয় সে ভূয়া চিকিৎসক। পরে তাকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা আদায় ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০৯ এর (৫২) ধারায় ভুয়া চিকিৎস ইব্রাহিম খলিলের কাছ থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।