Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুশফিক ভাইকে আসলে বল করা অনেক কঠিন’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৮:৫১ পিএম

বাংলাদেশ জাতীয় দলের প্রাণভোমরা ও খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ঢাকা প্লাটুনের পেসার হাসান মাহমুদ। ঢাকা প্লাটুনের বিপক্ষে গত ম্যাচে ৪ ছক্কা এবং ৬ চারের সাহায্যে ৩৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।
খুলনা টাইগার্সের অধিনায়কের এই বিস্ফোরক ইনিংস সত্ত্বেও ম্যাচটিতে ১২ রানে পরাজিত হয় খুলনা। প্রতিপক্ষ শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন ২০ বছর বয়সী ডানহাতি পেসার হাসান মাহমুদ। ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। যেখানে মুশফিককেও নিজের শিকারে পরিণত করেন এই তরুণ।
মুশফিকের উইকেটটি পেলেও তাঁকে যথেষ্ট ভুগিয়েছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁকে আউট করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে হাসানকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান এই তরুণ।
মুশফিককে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান আখ্যা দিয়ে হাসান মাহমুদ বলেন, 'মুশফিক ভাইকে আসলে বল করা অনেক কঠিন। উনি প্রায় ৩৬০ ডিগ্রি খেলেন। ওনার জন্য পরিকল্পনা ছিল ওয়াইড ইয়র্কার মারার। আর ফিল্ডার তিন জন তিন সাইডে দেয়া হয়েছিল। এরপরে একটা স্লো ফুলটসে উনি আউট হয়েছেন। ভিন্ন কিছু চেষ্টা করেছিলাম আমি।'
খুলনা টাইগার্সের বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। ৯ ম্যাচে ৬ জয় পাওয়া ঢাকার রান রেট ০.৫৭৫। অপরদিকে ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চার নম্বরে আছে মুশফিকদের খুলনা। তাদের নেট রান রেট ০.৫৫৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ