বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রিপন হোসেন (৪৮) নামে এক চিহ্নিত গরু চোরকে আটক করেছে পুলিশ। আটক রিপন কালীগঞ্জ উপজেলার বারোবাজার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া (সরদারপাড়া) গ্রামের মৃত রবি মোল্লার ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঝনঝনিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গত ৩১ ডিসেম্বর রাতে গরু চুরি করে পালানোর সময় হেলাল খান (৪৭) নামে এক গরু চোরকে আটক করা হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আটক গরু চোর হেলাল খানের স্বীকারোক্তিতে বৃহস্পতিবার দুপুরে রিপনকে আটক করা হয়। এদনিই চুরি মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে ওসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।