Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআরসির প্রতিবাদে ব্রাহ্মণ পুরোহিতরা রাজপথে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে এবার পথে নেমেছে পুরোহিতরা। মোদি সরকারের নাগরিকত্ব আইনকে বিভেদের রাজনীতি বলে অভিযোগ করেন তারা। সোমবার কলকাতার মেয়ো রোডে মহাত্মা গান্ধির ম‚র্তির পাদদেশে জমায়েত হয় ‘পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ পরিষদের’ সদস্যরা। সেখানেই তারা সিএএ বিরোধী সেøাগান দেন। পরিষদের সাধারণ সম্পাদক শ্রীধর মিশ্র বলেন, ধর্মের ভিত্তিতে দেশভাগের যে চক্রান্ত তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সিএএ-এনআরসির উদ্দেশ্য একটি নির্দিষ্ট ধর্মকে বাদ দেয়া। যা খুবই দুর্ভাগ্যের। আমরা ঐক্যবদ্ধ ভারতের পক্ষে। বর্তমানে একটি স¤প্রদায়কে নিশানা করা হলে আমরাও পরে তার শিকার হতে পারি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের আইন তৈরির পেছনে উদ্দেশ্য রয়েছে। কিন্তু ভারতীয় সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপ‚র্ণ আন্দোলন করে প্রতিবাদ জানাতে হবে। ব্রাহ্মণদের এ সংগঠন মনে করে ভারতে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। চলতি মাসেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে ভারতীয় সংসদে। পরে তা আইনে পরিণত হয়। এই আইনের মাধ্যমে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এ দেশে আসা অ-মুসলমান ছয়টি স¤প্রদায়ের মানুষ ভারতের নাগরিরত্ব পাবেন। সিএএ আইন ধর্মের ভিত্তিতে তৈরি, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যা সংবিধান বিরোধী বলে দাবি করে বিরোধিরা। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ