Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ফিরে গেলেন ডেভিড মালান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮:৫৩ পিএম

বিপিএলের পুরো টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্সকে একাই টানছেন ডেভিড মালান। দল সফল না হলেও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে এই ইংলিশ তারকার নাম। আজও (মঙ্গলবার) চট্টগ্রামের কাছে হারতে বসা কুমিল্লাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মালান। কিন্তু ম্যাচ শেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন মালান। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে মাঠ থেকে বেরিয়েই সরাসরি দেশের বিমান ধরেন তিনি। ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও নেননি তিনি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সৌম্য সরকার। আজ ৬টা ৫০ এর ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন মালান। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ লাবলু রহমান, ‘মালানের স্ত্রী অসুস্থ থাকার কারণে মাঠ থেকে সরাসরি বিমানবন্দরে চলে যান। ৬ টা ৫০ এর ফ্লাইটে রওনা দেন তিনি। আজ ম্যাচের আগে থেকেই তার যাওয়া নিশ্চিত ছিল।’
টুর্নামেন্টে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে কুমিল্লা। হাতে বাকি আরো চার ম্যাচ। এই চার ম্যাচে অধিনায়ক মালানকে আর পাওয়া যাবে কি না? জবাবে কুমিল্লার ম্যানেজার বলেন, ‘তাঁর ফিরে আসার কথা। আমরা তাঁকে ফিরতি টিকেটও দিয়েছি। ৬ জানুয়ারি তাঁর ফেরার কথা। এখন তাঁর স্ত্রী সুস্থতার ওপর সবকিছু নির্ভর করবে।’
টুর্নামেন্টে আট ম্যাচ খেলে ৩৭৭ রান করেছেন মালান। এটি টুর্নামেন্টের ব্যক্তগত সর্বোচ্চ রান। এছাড়া টুর্নামেন্টের দ্বিতীয় সেঞ্চুরিও এসেছে ইংলিশ এই তারকার ব্যাট থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ