Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বল করেই মাঠের বাইরে আন্দ্রে রাসেল!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৮:৩২ পিএম

বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। আজ শেরে বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। তবে শুরুটা সুখকর হয়নি তাদের জন্য। ইনিংসের শুরুতেই বলতে করতে আসেন রাসেল। তিনি তিন বল করতে পারেননি, এরপর মাঠের বাইরে চলে যান ক্যারিবীয় তারকা।
রাজশাহীর হয়ে বোলিং শুরু করেন আন্দ্রে রাসেল। প্রথম বলটা ভালোই করেন তিনি। তবে পরের বলে ওয়াইড দেন। পরবর্তী দুই বলে তাকে চার ও ছয় মারেন রংপুর ওপেনার নাইম শেখ। এরপর আর বল করেননি উইন্ডিজ অলরাউন্ডার। অস্বস্তি বোধ করায় চলে যান মাঠের বাইরে। অবশ্য হঠাৎ তার এভাবে চলে যাওয়ার কারণ জানা যায়নি। রাসেলের জায়গায় বল করে ওভার সম্পন্ন করেন শোয়েব মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ