Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আমলা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৫ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খুলনা টাইগার্সের হয়ে খেলতে ঢাকায় আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড় হাশিম আমলা। আগামীকাল বাংলাদেশের পা রাখবেন আমলা, এমনটাই জানিয়েছে খুলনা টিম ম্যানেজমেন্ট।
‘বঙ্গবন্ধু’ বিপিএলে খুলনার বাকী ম্যাচগুলোতে খেলবেন আমলা। বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে খুলনা। খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আগামীকাল দলের সাথে যোগদানের পর টুর্নামেন্টের বাকী সবগুলো ম্যাচেই খেলবেন আমলা। একজন অভিজ্ঞ খেলোয়াড়ের আগমনের অপেক্ষায় আছি আমরা।’
৩৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিদায় নেন আমলা। ১২৪ টেস্টে ৪৬ দশমিক ৬৪ গড়ে ২৮ সেঞ্চুরিতে ৯২৮২ রান করেন আমলা। টেস্টে দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক আমলা। ;ক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন আমলা। ২০১২ সালে ইংল্যান্ডের অপরাজিত ৩১১ রান করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিসহ ৮১১৩ রান করেছেন আমলা। ৫০ ওভার ফর্মেটে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মারিকও তিনি। ২৭টি সেঞ্চুরিও করেছেন তিনি। তিন ফরম্যাটে ৫৫ সেঞ্চুরিতে ৩৪৯ ম্যাচে ১৮হাজারের বেশি রান করেছেন তিনি।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে দায়িত্বও পালন করেন আমলা। প্রোটিয়া দলের প্রথম অশেতাঙ্গ স্থায়ী অধিনায়ক ছিলেন এ তারকা খেলোযাড়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ও ওয়ানডে র‌্যাংকিং-এ নাম্বার ওয়ান ব্যাটসম্যানও হয়েছেন আমলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল

২৭ জানুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২২
২০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ