পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের বাইরে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ও বিকেলে দুর্বৃত্তরা কমপক্ষে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার সকালে ডাকসু ভবনের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে। তবে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই সরে পড়ে দুর্বৃত্তরা। বিকেল ৫টার দিকে মধুর ক্যান্টিনের বাইরে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেখানে উপস্থিত লোকজন পানি ঢেলে সেগুলো নিভিয়ে ফেলেন। খবর পেয়ে সাথে সাথে প্রক্টরিয়াল বডি সেখানে যায়। প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের এক নেতা বলেন, সকালে আমি মধুর ক্যান্টিনের পাশ দিয়ে লাইব্রেরিতে যাচ্ছিলাম এসময় বিকট তিনটি আওয়াজ শুনতে পাই এবং দৌড়ে সেখানে যাই। ঘটনাস্থলে কাউকে দেখিনি। সম্ভবত কলা ভবনের ছাদ থেকে লাগাতার তিনিটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিকেল ৫টার দিকে মধুর ক্যান্টিনের পশ্চিম পাশে মিডিয়া কর্মীদের গাড়ি রাখার জায়গায় ফের বিস্ফোরণের খবর দেয় প্রত্যক্ষদর্শীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রাব্বানি বলেন, সব সময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায় তারাই এ কাজ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।