মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নির্বাচন কমিশনার অশোক লাভাসা সততার কোনো মূল্য নেই বলে বিস্ফোরক মন্তব্য করেছেন। উল্টো এখন সততা দেখিয়ে বিড়ম্বনায় পড়তে হয়!
একটি ইংরেজি দৈনিকে সম্পাদকীয় কলামে তিনি এমন কথাই লিখেছেন। অশোক লাভাসা সপ্তদশ লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা তিন কমিশনারের মধ্যে পদমর্যাদায় দ্বিতীয়। গত কয়েক মাস ধরে আয়কর দফতর থেকে চিঠির পর চিঠির চাপে কোণঠাসা তিনি।
স্ত্রী ও ছেলেসহ অশোক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত। এমন অভিযোগে বারবার কাঠগড়ায় উঠছে পরিবার। এরই মধ্যে একটি ইংরেজি দৈনিকে বিস্ফোরণ ঘটালেন নির্বাচন কমিশনার।
পত্রিকায় তিনি লেখেন, ‘সততা দেখালে বেশিরভাগ সময়ই অত্যাচারিত হতে হয়। যদিও অত্যাচার সত্তে¡ও সৎ মানুষরা নিজের কাজ চালিয়ে যায়। সততার মূল্য দিতেই হয়। সেই মূল্য দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। তা সরাসরি ব্যক্তিবিশেষের ক্ষতি হতে পারে বা আশেপাশের কারও ক্ষতি। এসব সততারই অঙ্গ।’
লাভাসার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার মতপার্থক্য শুরু হয়েছিল ভোটপর্ব শুরুর একেবারে গোড়া থেকে। তার মতকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ করে ইস্তফাও দিতে চেয়েছিলেন লাভাসা। সেসময় অবশ্য বিতর্ক ধামাচাপা দেওয়া হয়।
এরপর থেকেই লাভাসা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কমিশনের তৎপরতা শুরু হয়। গত শনিবার ইংরেজি দৈনিকে প্রকাশিত সম্পাদকীয়তে অশোক লাভাসা নিজের একাকীত্বের কথাই লিখেছেন। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।