মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবারো দেশপ্রেমের শিক্ষা দিলেন। তার কথা, ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে। ভারত ধর্মশালা নয়, তাই সবাইকে নাগরিকত্ব দেওয়া সম্ভব নয়। যারা ভারত মাতার জয়গান করবে, তারাই এদেশে থাকতে পারবে।
সিএএ ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের ফলে বিজেপি বেশ চাপে রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সাধারণ মানুষকে এই বিল সম্পর্কে বোঝানোর চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির। নিজেদের এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রচার চালাতে বলা হয়েছে নেতামন্ত্রীদের।
ধর্মেন্দ্র প্রধান গিয়েছিলেন পুনেতে সংশোধিত নাগরিক্ত আইন নিয়ে প্রচার চালাতে। সেখানে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির একটি সভায় নাগরিকত্ব ইস্যুতে তিনি ওই কথা বলেন।
প্রধানের কথায়, ‘আমরা ভারতকে এমন ধর্মশালা বানাবো না, যাতে যে কেউ এসে বাসা বানিয়ে থাকতে পারে। আমাদের নিজেদের কাছেই চ্যালেঞ্জ নিতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে, তারাই এই দেশে থাকবে, যারা ‘ভারত মাতা কি জয়’ বলে। সূত্র : দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।