মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ অবস্থা বিশ্বের বহু দেশের মানুষের। এর মধ্যে আলোচনায় ছিল ভারতের লাদাখের মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা। তবে এর চেয়েও বহু কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়। বাংলাদেশ সময় শনিবার সকালে আলাস্কার তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানা গেছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিগত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। সর্বশেষ আলাস্কার বেটলস শহরের তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা। এটি দিনেও খুব বেশি বাড়ে না। তবে চলমান এ অবস্থা আলাস্কায় অস্বাভাবিক কিছু নয়। কারণ বছরের বিভিন্ন সময়ের অন্তত ১১ দিন রাতেই সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি থেকে এরও নিচে নামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।