মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে ক্রমশ জনপ্রিয় হচ্ছে টিকটক। কিন্তু চীনা ভাবমূর্তির জেরে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলোতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। যে কারণে এবার চীনের বাইরে অন্য কোনও দেশে নিজেদের নতুন সদর দফতর তৈরির উদ্যোগ শুরু করেছে তারা।
চীনা প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’-এর মালিকানাধীন সংস্থা টিকটক। এটি একটি মাইক্রো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। বাইটড্যান্স-এর সদর দফতর বেইজিংয়ে। কিন্তু টিকটক-এর কোনও সদর দফতর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দফতর থেকে সংস্থার কাজকর্ম পরিচালিত হয়। অথচ চীনা পরিচয়ের কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে জনপ্রিয় এই সংস্থাটিকে।
টিকটক-এর মাধ্যমে কোনও ভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নজরদারি চলছে কি না, সেই প্রশ্ন ইতোমধ্যেই উঠতে শুরু করেছে আমেরিকায়। এমনকী এই অ্যাপ সে দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে মার্কিন সিনেটে। মার্কিন নৌবাহিনীর ফোনে টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এই পরিস্থিতিতে নিজেদের গা থেকে ‘চীনা পরিচয়’ ঝেড়ে ফেলতে মরিয়া টিকটক। যার অঙ্গ হিসেবে চীনের বাইরে অন্য কোনও দেশের রাজধানীতে নিজেদের নতুন সদর দফতরের খোঁজ করছে তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টিকটক-এর নতুন সদর দফতর তৈরির ক্ষেত্রে পছন্দের তালিকায় সবার ওপরে আছে সিঙ্গাপুর, লন্ডন এবং ডাবলিনের মতো শহরের নাম। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।